ঘোষণা ও খবরের ওপর নির্ভর করে বাজার টেনে তোলা সম্ভব নয়

পুঁজিবাজার খুবই স্পর্শকাতর জায়গা। অর্থনীতি বিষয়ে ভালো-মন্দ খবর ও ঘোষণায় এ বাজার প্রভাবিত হয়। নতুন ধরনের ইতিবাচক খবরে বাজার চাঙ্গা হতে পারে। আবার নেতিবাচক খবরে বাজারে মন্দা নেমে আসাটাও অস্বাভাবিক নয়। তবে শুধু খবর আর ঘোষণার ওপর নির্ভর করে বাজার স্থিতিশীল থাকতে পারে না এবং বাজার টেনে তোলাও সম্ভব নয়। এর জন্য প্রয়োজন বাস্তব পদক্ষেপ। কোনো ঘোষণা এলে এটি বাস্তবায়ন হলেই কেবল বাজারের স্থায়ী উন্নতি সম্ভব।

সম্প্রতি পুঁজিবাজারে অনেক ধরনের পদক্ষেপ ও সুখবরের কথা জানানো হয়েছে। এতে বাজার চিত্রে সাময়িক পরিবর্তন এলেও সেটি স্থায়ী হচ্ছে না। কারণ এসব পদক্ষেপ খবর ও ঘোষণা আকারেই রয়ে গেছে।বাস্তবায়ন হয়নি। এটিকে বলা যায়, কাগুজে পদক্ষেপ। এতে বাজারের আকস্মিক পরিবর্তন হচ্ছে কিন্তু স্থায়ী উন্নতি হচ্ছে না। এ কারণে এখন পদক্ষেপগুলো কার্যকর হওয়া প্রয়োজন। এক্ষেত্রে কালক্ষেপণ হলে বিনিয়োগকারীরা গুজবনির্ভর হয়ে পড়বেন। যা পুঁজিবাজারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করবে। তাই এসব বিষয়ে দ্রুত উদ্যোগী হওয়ার বিকল্প নেই।

Tagged