নিয়ম করলেই হবে না নিয়ম মানতে বাধ্য করতে হবে

দুনিয়াটা নিয়মেই চলে। তারপরও বাস্তবতার নিরিখে নতুন নতুন নিয়ম করতে হয়। আবার সেই নিয়ম করাটা যত সহজ, নিয়ম মানতে বাধ্য করাটা ততই কঠিন। বিশেষ করে আমাদের দেশে কাজটি সহজ নয়। দেশের পুঁজিবাজারের বেলায়ও একই কথা খাটে। এখানে অনেক নিয়ম করা হয় বাজারের স্বার্থে। কিন্তু সব সময় সব নিয়ম সবাই মানছে, এমনটি বলা যাবে না। তারপরও নিয়মের মধ্যেই পুঁজিবাজার পরিচালিত হতে হবে এমনটিই আমরা বিশ্বাস করি।

সদ্য বিদায়ী বছরের মাঝামাঝি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন নেতৃত্ব আসে। এরপর অনেকগুলো নিয়ম করা হয়েছে। যেগুলোর ইতিবাচক প্রভাব বাজারে পড়ছে। যদি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান নিয়মগুলো সম্পূর্ণরূপে মেনে চলে তা হলে পুঁজিবাজারের গুণগত পরিবর্তন হওয়া সম্ভব। যার মধ্য দিয়ে একটি গতিশীল পুঁজিবাজার পাওয়া যেতে পারে। যা দেশের অর্থনীতি বিকাশের পথকে সুগম করতে পারে। কারণ আমাদের বিকাশমান অর্থনীতির জন্য একটি উন্নত পুঁজিবাজার খুই দরকার। বিষয়টি উপলব্ধি করেই সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Tagged