গেইনারের তালিকা রহস্যজনক

এসএমজে রিপোর্ট

কোনো ধরনের ইতিবাচক কারণ ছাড়াই সপ্তাহের তৃতীয় কার্যদিবসে রহস্যজনকভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবারও গেইনারের তালিকায় এসেছে একাধিক কোম্পানি।

তালিকায় ৩ নম্বরে উঠে এসেছে স্বল্প মূলধনী কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড। গত মাসের ২৯ তারিখ এবং গত সপ্তাহের ২ও ৩ তারিখে গেইনারের তালিকায়ও ছিল কোম্পানিটি। বি ক্যাটাগরির এই কোম্পানিটির আজ বুধবার শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ১৬ শতাংশ এবং সর্বশেষ বাজার দর ৭৩৪.১০ টাকা।

এছাড়াও দরপতনের বাজারেও সল্পমুলদনী কোম্পানি প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ৮ নম্বরে অবস্থান করছে।‘এ’ ক্যাটাগরির এই  কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩ দশমিক ১০ শতাংশ এবং সর্বশেষ শেয়ার দর ১৪৩ টাকা।

অন্যদিকে নিয়ম না মেনেই গেইনারের ১০ নাম্বার স্থানটিতে আছে সুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘এ’ টাগরিতে থেকেও  কোম্পানিটির উদ্যেক্তা/পরিচালকরা শেয়ার ধারণ করেছে মাত্র ৯.৯৯ শতাংশ। ম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩ দশমিক ৯৮ শতাংশ এবং সর্বশেষ শেয়ার দর ২৩ টাকা ২০ পয়সা। গত ১৮ জুলাই গেইনারের তালিকায় এসেছিল কোম্পানিটি। দীর্ঘ সময়ের পর কারণ ছাড়া আবার গেইনারে এসেছে কোম্পানিটি।

Tagged