কেবল অনুমোদন বাতিল নয়, রাইট শেয়ার প্রক্রিয়াই স্থগিত করা উচিত

সমাপ্রতি পুঁজিবাজারে তালিকাভক্ত রতনপুর স্টিল রি-রোলিং মিলসের (আরএসআরএম) রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অ্যাকাউন্টসসহ অন্যান্য বিষয়ে আপডেট তথ্য দিতে ব্যর্থ হওয়ায় কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়।

আরএসআরএম স্টিল ৩টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার ইস্যুর ঘোষণা দিয়েছিল। এক্ষেত্রে প্রতিটি শেয়ার ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকা করে ইস্যু করার প্রস্তাব করেছিল। তবে শুরুতে ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি ২০ টাকা করে ইস্যুর প্রস্তাব করেছিল।

আরএসআরএম স্টিল ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। ওইসময় কোম্পানিটি ৩০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার ৪০ টাকা করে ইস্যুর মাধ্যমে ১০০ কোটি টাকা সংগ্রহ করে। এখন শেয়ারটি ২২.৯০ টাকায় লেনদেন হচ্ছে।

শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রথম ৩ বছর আরএসআরএম স্টিল শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ বা বেশি হারে ডিভিডেন্ড দিলেও শেষ ২ অর্থবছর ১২ শতাংশ করে দিয়েছে। সর্বশেষ ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় ১০ শতাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

পরিসংখ্যান যাই বলুক অভিজ্ঞতা হচ্ছে অতীতে অনেক কোম্পানি রাইট শেয়ারে মাধ্যমে বাজার থেকে ফের টাকা তুলে ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে। বিনিয়োগকারীদের টাকা কোথায় গেলো সেই হিসেব যেনো দেওয়ার দায় কারো নেই। সুতরাং পুঁজিবাজারের বর্তমান অবস্থায় বিক্ষিপ্তভাবে অনুমোদন বাতিল নয় পুরো রাইট শেয়ার প্রক্রিয়াই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থগিত করা উচিত।

Tagged