দেশের দুই পুঁজিবাজার থেকে ওভার দ্য কাউন্টার (ওটিসি) প্ল্যাটফর্মকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে ওটিসিতে থাকা ৭০টি কোম্পানির মধ্যে ২৯টিকে পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত করা হবে। বাকি কোম্পানিগুলোর মধ্যে ২৩টি কোম্পানিকে এসএমই বোর্ডে এবং ১৮টিকে অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে পাঠানো হবে। সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এমন সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়।
বিনিয়োগকারীদের রক্ষার্থে পুঁজিবাজার থেকে ওটিসি মার্কেট বাতিল করে দিচ্ছেন বলে সংশ্লিষ্টরা দাবি করছেন। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, ওটিসি মার্কেট নিয়ে একটি কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। অবশেষে নিয়ন্ত্রক সংস্থা এ বিষয়ে সক্রিয় হয়েছে। আমরা এটিকে সাধুবাদ জানাই। কারণ এ মার্কেটে খারাপ কোম্পানিগুলো অবস্থান করছে। যেসব কোম্পানি বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয় না, উৎপাদনে নেই, সেগুলো নিয়ে বিনিয়োগকারীরা কী করবেন? এভাবে কতদিন এই বোঝা বইবেন তারা। এ ধরনের নজির দুনিয়ার কোথায় আছে? তাই বিনিয়োগকারীরা যাতে তাদের প্রাপ্যটুকু থেকে আর বঞ্চিত না হয়, সেই ব্যবস্থা নেওয়াই কাম্য। এটিই এখন সময়ের দাবি।