এজিএম সম্পন্ন করেছে এপেক্স ট্যানারি

নিজস্ব প্রতিবেদক:

বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেড। আজ সোমবার (২১ অক্টোবর) গুলশান-১-এ বাংলাদেশ স্যুটিং স্পোর্টস ফেডারেশনে কোম্পানিটির ৪৩ তম বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির পরিচালনা পর্ষদের সুপারিশ করা ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ সাধারণ বিনিয়োগকারীদের সর্বসম্মতিতে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানিটির চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহি। এসময় কোম্পানির প্রকাশিত ৩১ জুন ২০১৯ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ৩৫ শতাংশ নগদ লভ্যাংশের প্রস্তাব দেয়া হয়।

গত বছর কোম্পানিটি লভ্যাংশ দিয়েছিল ৪০ শতাংশ। গত বছরের চেয়ে এ বছর লভ্যাংশের পরিমাণ ৫ শতাংশ কমলেও বিনিয়োগকারীদের মধ্যে এজিএমে কোনো ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি।

এ বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪১ টাকা, গত বছর যার পরিমাণ ছিল ২.৫৩ টাকা। এবছর এনএভিপিএস হয়েছে ৬৯.২১ টাকা, গত বছর যার পরিমান ছিল ৭২.২৪ টাকা।

সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো:রাহমাতুল্লাহ, কোম্পানি পরিচালক সৈয়দ নাসিম মনজুর, মো: হেদাযেতুল্লাহ, মো: আবুল হোসাইন ও কোম্পানি সচিব সুশান্ত কুমার পাল।

Tagged