এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারের তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের আজ রোববার বার্ষিক সাধারণ সভা(এজিএম) অনুষ্ঠিত হবে।
কোম্পানিটির ২১তম এজিএম আজ বেলা ১১ টায় রাজধানীর আর্মি গলফ গার্ডেনে অনুষ্ঠিত হবে। গত ২৪ অক্টোবর ২০১৯ কোম্পানিটির পরিচালনা পর্ষদ বোর্ড সভার মাধ্যমে ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ২০১৮ সালে কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ বোনাস শেয়ার, ২০১৭ সালে ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ২০১৬ সালে ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
কোম্পানিটির এ বছর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৫০ টাকা আগের বছর ছিল ৬.১৮ টাকা। এ বছর নেট অ্যাসেট ভেল্যু(এনএভি) হয়েছে ২৫.২০ টাকা, আগের বছর ছিল ২৬.৮৭ টাকা। এ বছর নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার(এনওসিএফপিএস) হয়েছে ৬.২০ টাকা, আগের বছর ছিল ২.৬২ টাকা। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই।
এসএমজে/২৪/ঝি