একনজরে ডিএসইর খাত ভিত্তিক লেনদেন

নিজস্ব প্রতিবেদক:

দেশের প্রধান পুঁজিবাজর ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে খাত ভিত্তিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে আর্থিক প্রতিষ্ঠান খাত। ঘুম ভাঙ্গল যেন পুঁজিবাজারে তালিকাভু্ক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের দীর্ঘদিন যাবত প্রতিনিয়ত লসেই ছিল সেক্টরটি। আজ ৬ জানুয়ারি, বুধবার ডিএসইর লেনদেনে সেক্টরটি ৩.০৪% বৃদ্ধি পেয়েছে। সেক্টরে থাকা ২৩টি কোম্পানির মধ্যে ১৭টি কোম্পানির শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে মাত্র ২টি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তীত রয়েছে ৪টি কোম্পানির শেয়ার দর।

 

অপরদিকে লোকশানে আছে মিউচ্যুয়াল লান্ড, যতদিন পর্যন্ত ফ্লোর প্রাইস থেকে শেয়ার দর বৃদ্ধি না পাবে ততোদিন এটাকে কারেকশন বলা যাচ্ছে না। আজ ডিএসইর লেনদেনে সেক্টরটি ২.৪৪% হ্রাস পেয়েছে। সেক্টরে থাকা ৩৭টি কোম্পানির মধ্যে ৩৩টি কোম্পানির শেয়ার মূল্য হ্রাস পেয়েছে, বৃদ্ধি পেয়েছে মাত্র ১টি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তীত রয়েছে ৩টি কোম্পানির শেয়ার দর।

 

সাথে লোকশানে আছে বীমা খাত আজ ডিএসইর লেনদেনে সেক্টরটি ২.১২% হ্রাস পেয়েছে। সেক্টরে থাকা ৪৯টি কোম্পানির মধ্যে ৩৮টি কোম্পানির শেয়ার মূল্য হ্রাস পেয়েছে, বৃদ্ধি পেয়েছে ৫টি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তীত রয়েছে ৬টি কোম্পানির শেয়ার দর।

এসএমজে/২৪/রা

Tagged