আজ ব্লক মার্কেটে ২৬ কোম্পানির লেনদেন ৩০ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৬ কোম্পানির মোট লেনদেন হয়েছে ৩০ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে এস.এস. স্টিল লিমিটেড। কোম্পানিটির মোট ১৪ কোটি ১৩ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে জিবিবি পাওয়ার লিমিটেড। কোম্পানিটির মোট ৬ কোটি  ৪৭ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মোট ২ কোটি  ৮২ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বিডি. থাই অ্যালুমিনিয়াম, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন, ফাইন ফুডস, গ্রামীণ ওয়ান: স্কীম টু, গ্রীণ ডেল্টা মিউচুয়্যাল ফান্ড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, লাফার্জহোলসিম বাংলাদেশ, লিনডে বাংলাদেশ, এম.এল. ডাইং, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, নাভানা সিএনজি, এনসিসি ব্যাংক, নিউ লাইন ক্লথিংস, পিপলস ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রেনাটা, রবি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

Tagged