এই ভয়াবহ পতনের যৌক্তিকতা কতটুকু?

ভয়াবহ দরপতন চলছে পুঁজিবাজারে। সকালে শুরু হওয়া পুঁজিবাজার দিনশেষে সূচক হারাচ্ছে শতশত পয়েন্ট। প্রশ্ন দেখা দিয়েছে এই পতনের যৌক্তিকতা কতটুকু? বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, করোনা ভাইরাসের কারণে হয়তো পুঁজিবাজারে এমন দরপতন হচ্ছে। আমাদের দেশ ছাড়াও আন্তর্জাতিক শেয়ারবাজারেও সূচকের পতন অব্যাহত রয়েছে। অনেক দেশে করোনা মহামারি হিসেবে দেখা দিয়েছে। কিন্তু আমাদের দেশে এখনও এমনটি হয়নি। এছাড়া করোনার বহু আগে থেকেই আমাদের পুঁজিবাজারে টানা দরপতন চলছিল। পাশাপাশি আন্তর্জাতিক পুঁজিবাজারের সঙ্গে আমাদের তেমন সংযোগও নেই।

পুঁজিবাজার উন্নয়নে সাম্প্রতিককালে যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে, তার প্রায় সবই বর্তমানে কাগুজে। এগুলোর বাস্তবায়ন এখনও সম্ভব হয়নি। সুতরাং কী করে বুঝবো- বাজারে করোনার প্রভাব কাজ করছে। প্রায় এক দশক ধরে আমাদের পুঁজিবাজার পতনের ভাইরাসে আক্রান্ত। সেটি আমরা সারাতে পারিনি। দূর করা যায়নি বিভিন্ন ধরনের অনিয়ম। রয়েছে সুশাসনের ঘাটতি। তাই সবগুলো বিষয় বিবেচনা করে বলা যায়, বাজার ব্যবস্থাপনার বিপর্যয়ের জন্য করোনার চেয়ে বেশি দায়ী, আমাদের আভ্যন্তরিণ অব্যবস্থাপনা। এ কারণে সবার আগে ব্যাবস্থপনার দিকে নজর দেয়া প্রয়োজন।

Tagged