ঋণের টাকায় পুঁজিবাজারে ঝুঁকি না নেওয়াই উত্তম

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে কখনো কখনো ঝুঁকি বেশি হয়ে যায়। আবার কিছুটা ঝুঁকি নিতেও হয়। সম্পূর্ণ নিশ্চিত হয়ে বিনিয়োগ করার সুযোগ পুঁজিবাজারে নেই। তবে সামর্থ থাকলেই কিছুটা ঝুঁকি নেওয়া যায়। কিন্তু ঋণ করে টাকা এনে ঝুঁকি না নেওয়াই উত্তম। এতে সর্বনাশও হতে পারে।

এখন প্রশ্ন থাকতে পারে, কী করে ঝুঁকি বুঝতে পারবো? এক্ষেত্রে নিজের অভিজ্ঞতা ও সচেতনতার বিকল্প নেই। তাই আগে জানা দরকার কখন কীভাবে কোন শেয়ারে বিনিয়োগঝুঁকি বেশি। এ বিষয়টি যিনি সঠিক সময়ে বুঝতে পারবেন, তিনি মুনাফাও বেশি পাবেন। পাশাপাশি তার বিনিয়োগঝুঁকিও কমে আসবে।

দেখা গেল কোনো ধরনের আবেগী সিদ্ধান্ত বা পরকথায় বিনিয়োগ করা হলো, সেই বিনিয়োগ থেকে রিটার্ন পাওয়াটা সব সময়ই ঝুঁকিপূর্ণ। অবশ্যই পুঁজিবাজার সবার জন্য উন্মুক্ত। তারপরও না বুঝে বিনিয়োগ করাটা ঠিক নয়। এখানে যারা ধৈর্য্য ও বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করবেন, তারাই লাভবান হবেন। এর ব্যত্যয় হলে লোকসান অনিবার্য। আর তখন পুঁজিবাজারকে দোষারোপ করা ঠিক হবে না। নিজের দায় নিজের ঘাড়েই নিতে হবে।

Tagged