উৎপাদন বন্ধ থাকা কোম্পানির দাম বাড়ছে লাফিয়ে: বিনিয়োগকারীরা বিভ্রান্ত

তিন মাসের ব্যবধানে পুঁজিবাজারে দ্বিগুণ হয়ে গেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার। এর মধ্যে গত পাঁচ কার্যদিবসেই বেড়েছে সাড়ে ৪ টাকা বা ৩০ শতাংশ। তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে মূল্যবৃদ্ধির শীর্ষে জায়গা করে নেয় কোম্পানিটি। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৯ টাকা ৫০ পয়সা। মূল্যবৃদ্ধিতে শীর্ষে উঠে এলেও এক বছরের বেশি সময় ধরে কোম্পানিটি উৎপাদনেই নেই। অথচ হু হু করে বাড়ছে শেয়ার দর। এখানে স্পষ্টই বিষয়টি অস্বাভাবিক।

গত এপ্রিলের মাঝামাঝিতেও কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ফেসভ্যালু বা অভিহিত মূল্যের নিচে। গত ১৬ এপ্রিল এটির প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৯ টাকা ৯০ পয়সা। সেখান থেকে গত দুই মাসের ব্যবধানে এটির দাম দ্বিগুণ হয়ে গেছে।

এদিকে উৎপাদন বন্ধ থাকা এ কোম্পানির শেয়ার নিয়ে বাজারে গুজব ছড়িয়েছে শিগগিরই কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণে যাচ্ছে। এমন গুজবে শেয়ারের দাম বেড়েছে হু হু করে। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মূলত গুজব ছড়িয়েই কারসাজিকারকেরা কোম্পানির শেয়ারের দাম বাড়াচ্ছেন। পুঁজিবাজারের এ ধরনের প্রবণতায় সাধারণ বিনিয়োগকারী বিভ্রান্ত হন। তারা ক্ষতির মধ্যে পড়েন।

Tagged