ঊর্ধ্বমুখী ছিল আন্তর্জাতিক শেয়ার বাজার

এসএমজে ডেস্ক:
যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে (এনওয়াইএসই) গত শুক্রবার সূচক আবারও ঊর্ধ্বমুখী ছিল। যুক্তরাষ্ট্রের ডাউজোনসের (ডিওডবিøঊ) সূচক এদিন ৩৭২ পয়েন্ট বেড়ে সূচক দাঁড়ায় ২৬,৫৭৩ পয়েন্ট।
যুক্তরাষ্ট্র শেয়ার বাজারে অন্তর্ভুক্ত নাজডাকও (এনএএসডিএকিঊ) ওই দিন কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। সূচক এদিন ১১০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৭,৯৮২ পয়েন্ট।
এদিন লন্ডন শেয়ার বাজারের (এলএসই) সূচক কিছুটা বেড়েছে। এ সূচক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৭,১৫৫ পয়েন্ট।
বম্বে শেয়ার বাজারের (এসইএনএসইএক্স) সূচক ছিল নিম্নমুখী। এ শেয়ার বাজারের সূচক কমে -৪৩৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৩৭,৬৭৩ পয়েন্ট।
জাপান শেয়ার বাজারের (এনআইকেকেইআই) সূচক কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। এ সূচক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২১,৪১০ পয়েন্ট
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যের ইতিবাচক প্রভাব গতকালও বিদ্যমান ছিল। বেড়েছে প্রতি ব্যারেলে ০.৫৬ পয়েন্ট যার মোট সূচক ৫৩ পয়েন্ট এবং স্বর্ণের দাম কমেছে প্রতি আউন্সে -৩.৫০ পয়েন্ট। যার মোট সূচক ১,৫১৬ ।
এসএমজে/২৪/ঝি

Tagged