আজ ব্লক মার্কেটে ৪৯ কোম্পানির লেনদেন ৫৪ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯ কোম্পানির মোট লেনদেন হয়েছে ৫৪ কোটি ১১ লাখ ৩৪ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। কোম্পানিটির মোট ৯ কোটি ৫৩ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির মোট ৬ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মোট ৫ কোটি ৭৫ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- এবি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, এশিয়া ইন্স্যুরেন্স,এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, বিডি. থাই অ্যালুমিনিয়াম, বার্জার পেইন্টস, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, ব্র্যাক ব্যাংক, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ডাচ-বাংলা ব্যাংক, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনিক্স ইনফোসিস, জেনারেশন নেক্সট ফ্যাশনস, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রীণ ডেলটা ইন্স্যুরেন্স, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ, ইসলামী ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল, লংকা বাংলা ফাইন্যান্স, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, মীর আখতার হোসাইন, নিউ লাইন ক্লথিংস, ন্যাশনাল ফিড মিল, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স, এনআরবি কর্মাশিয়াল ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রংপুর ডেইরি ফুড, রিপাবলিক ইন্স্যুরেন্স, সায়হাম কটন, এস আলম স্টিল, সী পার্ল বচি রিসোর্ট, সোনালী পেপার, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এস.এস. স্টিল এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/ঝি

Tagged