এসএমজে ডেস্ক:
সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৯ কোম্পানির মোট লেনদেন হয়েছে ৭১ কোটি ৩৬ লাখ ৮৪ হাজার টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। কোম্পানিটির মোট ১৯ কোটি ৮০ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। কোম্পানিটির মোট ১৯ কোটি ১২ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মোট ৮ কোটি ৬১ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- আমান কটন, এডভেন্ট ফার্মা, এশিয়া ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বিবিএস ক্যাবলস, বিডি ফাইন্যান্স, বীকন ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ডেল্টা ব্র্যাক হাউজিং, ডেল্টা স্পিনিং, ডোমিনেজ স্টিল, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, ইফাদ অটোস, ইসলামি ইন্স্যুরেন্স, কহিনুর কেমিক্যাল, কাট্টালি টেক্সটাইল, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, এমএল ডাইং, মুন্নু সিরামিক, নিউ লাইন ক্লোথিং, ন্যাশনাল ফীড, নর্দার্ন ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, ওয়ান ব্যাংক, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, আরডি ফুড ও উত্তরা ব্যাংক লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
এসএমজে/২৪/মি