ব্লক মার্কেটে ২৫ কোম্পানির লেনদেন ১৩ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ কোম্পানির মোট লেনদেন হয়েছে ১৩ কোটি ২৯ লাখ ৯৪ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে এস.এস. স্টিল লিমিটেড। কোম্পানিটির মোট ৪ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে মেরিকো বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির মোট ২ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মোট ১ কোটি ৭০ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- এএফসি এগ্রো বায়োটেক, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বার্জার পেইন্টস বাংলাদেশ, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন, জেনিক্স ইনফোসিস, খুলনা পাওয়ার, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম, মার্কেন্টাইল ব্যাংক, রেনাটা, রিপাবলিক ইন্স্যুরেন্স, রিং শাইন টেক্সটাইলস, রতনপুর স্টিল রি-রোলিং, সায়হাম কটন, সী পার্ল বীচ রিসোর্ট, সীমটেক্স ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/ঝি

Tagged