এসএমজে ডেস্ক:
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ১৯ কোম্পানির মোট ৩০ লাখ ৫৫ হাজার ৭৭০টি শেয়ারের লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ৯ লাখ ৭৩ হাজার টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানির মোট ৩ কোটি ১৮ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানির মোট ২ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা এসকে ট্রিমসের ২ কোটি ৮৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের বিবরণ-
কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ | কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ |
ওরিয়ন ফার্মা | ৩ কোটি ১৮ লাখ ৮৬ হাজার | প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স | ৪২ লাখ ৬২ হাজার |
স্কয়ার ফার্মাসিউটিক্যালস | ২ কোটি ৮৮ লাখ ৪০ হাজার | পাইওনিয়ার ইন্স্যুরেন্স | ৩৭ লাখ ৫৭ হাজার |
এসকে ট্রিমস | ২ কোটি ৮৪ লাখ ১০ হাজার | এমএল ডায়িং | ২৭ লাখ |
কনফিডেন্স সিমেন্ট | ২ কোটি ৫৭ লাখ ৬০ হাজার | এডিএন টেলিকম | ১৫ লাখ ৮০ হাজার |
ব্র্যাক ব্যাংক | ১ কোটি ৫১ লাখ ৫৮ হাজার | রুপালী লাইফ | ১৫ লাখ ৫০ হাজার |
মেঘনা লাইফ | ১ কোটি ৩০ লাখ ৮০ হাজার | বিডি ফাইন্যান্স | ১৪ লাখ ২৬ হাজার |
বিকন ফার্মা | ৬৮ লাখ | বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট | ১৩ লাখ ২০ হাজার |
পপুলার লাইফ | ৫৮ লাখ ৮১ হাজার | গ্রামীণফোন | ১২ লাখ ৪০ হাজার |
আইএফআইসি ব্যাংক | ৫৫ লাখ ১২ হাজার | সন্ধানী ইন্স্যুরেন্স | ১১ লাখ ৩২ হাজার |
সিঙ্গার বাংলাদেশ | ৫২ লাখ ৮৩ হাজার | প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স | ৪২ লাখ ৬২ হাজার |
সি পার্ল রিসোর্ট | ৪৮ লাখ ৮৯ হাজার | অগ্রণী ইন্স্যুরেন্স | ৫ লাখ ৬ হাজার |
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/তা