বৈশ্বিক মন্দার চেয়ে বড় সংকট কারসাজি

করোনা মাহামারির পর রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতিতে মন্দা সৃষ্টি হয়েছে। এই অবস্থায় বিভিন্ন দেশের অর্থনীতি গতিশীল রকতে নানা ধরনের পদক্ষেপ নেও হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন বৈশ্বিক বা দেশের অর্থনীতির মন্দার প্রভাব দেশের পুঁজিবাজারও এড়াতে পারবে না। তাই স্বাভাবিক সময়ের চেয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে পুঁজিবাজার নিয়ে। বিশেষ করে অভ্যন্তরীণ কারসাজি পুঁজিবাজারের সর্বনাশ করছে। এটি মন্দার চেয়ে আর বড় সংকট তৈরি করতে পারে।

অর্থনীতির মন্দাতো সাম্প্রতিক বিষয়। এর আগে থেকে দেশের পুঁজিবাজারে বড় শত্রু হিসেবে হাজির হয়েছে কারসাজি ও অনিয়ম। এ কারণে বিভিন্ন সময় বাজারে আস্থার সংকট তৈরি হয়। সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজারে আতঙ্গে ভুগতে থাকেন। এ ধরনের আতঙ্গ দুনিয়ার অন্যকোনো পুঁজিবাজারে নেই। এই আতঙ্ককে সঙ্গী করেই আমাদের বিনিয়োগকারীরা পুঁজিবাজারে টিকে আছেন। কিন্তু বর্তমান মন্দাকালে কারসাজি বা অনিয়ম মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে এখনই আগের তুলনায় অনেক সতর্ক থাকতে হবে। না হলে কতিপয় লোভী মানুষের লালসার শিকার হবেন পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা।

Tagged