নিজস্ব প্রতিবেদক:
আগামী ৩ মাসের পুঁজিবিাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভার(এজিএম) তারিখ,সময় ও স্থান ছকের মাধ্যমে তুলে ধরা হল:
| কোম্পানির নাম | এজিএমের তারিখ | সময় | স্থান |
| অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড | ২৮-৪-২০২১ | সকাল ১১টা | ডিজিটাল প্লাটফর্ম |
| বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড | ৩১-৩-২০২১ | সকাল ১১টা | ডিজিটাল প্লাটফর্ম |
| ব্যাংক এশিয়া লিমিটেড | ২৯-৪-২০২১ | সকাল ১১টা | ব্যাংক এশিয়া কনভেনশন হল,ব্যাংক এশিয়া টাওয়ার, ৩২-৩৪, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ এবং ডিজিটাল প্লাটফর্ম |
| ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড | ২৮-৩-২০২১ | সকাল ১০টা ৩০মিনিট | ডিজিটাল প্লাটফর্ম |
| ডেলটা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড | ৬-৫-২০২১ | সকাল ১১টা | পরবর্তীতে জানানো হবে |
| ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড | ২৬-৪-২০২১ | সকাল ১০টা | ডিজিটাল প্লাটফর্ম |
| ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড | ৬-৫-২০২১ | দুপুর ২টা | কোম্পানি রেজিস্টার্ড অফিস, জাহাঙ্গীর টাওয়ার(৩য় তলা),১০ কারওয়ানবাজার সি/এ, ঢাকা-১২১৫ এবং ডিজিটাল প্লাটফর্ম |
| গ্রামীণফোন লিমিটেড | ১৯-৪-২০২১ | সকাল ১০টা ৩০মিনিট | ডিজিটাল প্লাটফর্ম |
| গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড | ৩০-৩-২০২১ | সকাল ১১টা | ডিজিটাল প্লাটফর্ম |
| আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড | ৩১-৩-২০২১ | সকাল ১১টা | ডিজিটাল প্লাটফর্ম |
| আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড | ৪-৪-২০২১ | সকাল ৯টা ৩০মিনিট | ডিজিটাল প্লাটফর্ম |
| লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড | ২২-৪-২০২১ | বিকেল ৩টা | ডিজিটাল প্লাটফর্ম |
| লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড | ২৯-৪-২০২১ | সকাল ১১টা | ডিজিটাল প্লাটফর্ম |
| মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড | ২৮-৪-২০২১ | সকাল ১১টা | ফারস্ হোটেল অ্যান্ড রিসের্টোস,২১২ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণী(বিজয়নগর) ঢাকা-১০০০ এবং ডিজিটাল প্লাটফর্ম |
| প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড | ৩-৫-২০২১ | সকাল ১১টা | ডিজিটাল প্লাটফর্ম |
| প্রিমিয়ার ব্যাংক লিমিটেড | ৫-৫-২০২১ | সকাল ১১টা ৩০মিনিট | ইকবাল সেন্টার(৯ তলা),৪২ কামাল আতাতুর্ক এভিনিউ,বনানী, ঢাকা-১২১৩ এবং ডিজিটাল প্লাটফর্ম |
| প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড | ২৮-৩-২০২১ | সকাল ১১টা | ডিজিটাল প্লাটফর্ম |
| আরএকে সিরামিকস(বাংলাদেশ)লিমিটেড | ৩১-৩-২০২১ | সকাল ১১টা | ডিজিটাল প্লাটফর্ম |
| রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড | ২৫-৪-২০২১ | সকাল ১১টা | ডিজিটাল প্লাটফর্ম |
| রবি আজিয়াটা লিমিটেড | ১২-৪-২০২১ | বিকেল ৩টা | কর্পোরেট অফিস, ৫৩ গুলশান এভিনিউ এবং ডিজিটাল প্লাটফর্ম |
| শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড | ২৮-৪-২০২১ | সকাল ১১টা | ডিজিটাল প্লাটফর্ম |
| সিঙ্গার বাংলাদেশ লিমিটেড | ১৫-৪-২০২১ | দুপুর ১২টা | ডিজিটাল প্লাটফর্ম |
| দ্যা সিটি ব্যাংক লিমিটেড | ১৯-৫-২০২১ | পরবর্তীতে জানানো হবে | ডিজিটাল প্লাটফর্ম |
| ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড | ২৯-৪-২০২১ | সকাল ১১টা | ডিজিটাল প্লাটফর্ম |
| ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড | ৫-৫-২০২১ | বিকেল ৩টা | পরবর্তীতে জানানো হবে |
| ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড | ২৮-৪-২০২১ | সকাল ১১টা | ডিজিটাল প্লাটফর্ম |
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
এসএমজে/২৪/ঝি
