দেশের পুঁজিবাজার থেকে বন্ডের মাধ্যমে অলাভজনক প্রতিষ্ঠানগুলো টাকা উত্তোলন করলে পুঁজিবাজার কতটুকু উপকৃত হবে? এটি দেশের অর্থনীতির জন্যও কোনো ধরনের সুফল বইয়ে আনবে কি?। সুতরাং এ ক্ষেত্রে খুব চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেওয় উচিত সংশ্লিষ্টদের। তা না হলে এ বিষয়ে ভবিষ্যতে সংকট তৈরি হতে পারে।
অলাভজনক এসব প্রতিষ্ঠান মূলত ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করে। তারা প্রায় ১০% হারে মুনাফা দিয়ে এই টাকা ঋণ হিসেবে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ৪০-৪২% হারে সুদে বিতরণ করবে। এটি দেশের অর্থনীতির জন্য কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারবে না। ঋণ বিতরণের ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের উচ্চহারে সুদের বিষয়টি নিয়ে বরাবরই অভিযোগ ওঠে বিভিন্ন মহলে। তাই যেখানে কোনো সরাসরি উদৎপদন নেই, সেখানে পুঁজি উত্তোলনের বিষয়টি সঠিক হবে না বলেও বিশেষজ্ঞ মহলের মতামত রয়েছে। বরং দেশে অনেক ছোট ছোট শিল্পপ্রতিষ্ঠান রয়েছে, যেগুলো পুঁজিবাজারে যুক্ত হতে পারে। ৫০ লাখ থেকে ১-২ কোটি টাকা পুঁজিবাজার থেকে সংগ্রহ করে এসব প্রতিষ্ঠান পুঁজির অভাব গোছাতে পারে। এতে শিল্পায়নের পথ সহজ হবে। একই সঙ্গে সাধারণ মানুষের কর্মসংস্থানও বাড়বে। কীভাবে এ ধরনের কাজ বাস্তবায়ন হতে পারে, সেটি নিয়ে ভাবা দরকার।