অবৈধ বিও বন্ধে সময় বাড়লো

এসএমজে ডেস্ক:

একই জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন বিও হিসাব যারা ব্যবহার করছেন তাদের তালিকা প্রস্তুত করে কমিশনে জমা দেওয়ার সময় আবারো বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর ২০১৯ এর মধ্যে সকল ডিপোজিটরি অংশহগ্রহনকারীদের (ডিপি) চূড়ান্ত তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭০৪তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একই জাতীয় পরিচয়পত্র নাম্বর, একই মোবাইল নাম্বার এবং একই ব্যাংক হিসাব নাম্বার কিছু ক্ষেত্রে বিভিন্ন বিও হিসাব ব্যবহার করা বিষয়ে গত ২০ জুন, ২০১৯  তারিখের ৬৯০ তম কমিশন সভায় ডিপোজিটরি অংশগ্রহনকারী (ডিপি) জন্য একটি সার্কুলার ইস্যু করা হয়েছিলো। ওই সার্কুলারে এই ধরনের ব্যাত্যয় থাকলে ডিপোজিটরি অংশহগ্রহণকারীদের (ডিপি) তা সংশোধন করতে বলা হয়েছিলো। আজকের কমিশন সভার ওই সংশোধন করার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এসএমজে/২৪/এমএইচ

Tagged