অনুমোধন পেল জি কিউ বলপেনের ১০ শতাংশ ডিভিডেন্ড

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি জি কিউ বল পেন ইন্ডাস্ট্রিজ এবছর ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সাধারণ বিনিয়োগকারীদের সর্বসম্মতিতে চূড়ান্ত অনুমোদন হয়েছে। আজ (শনিবার) ১৪ ডিসেম্বর রাজধানীর মগবাজারে কোম্পানির নিজস্ব ভবনে ৩৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ ডিভিডেন্ড অনুমোদন করা হয়।

এ সময় বিনিয়োগকারীরা বলেন- এবছর কোম্পানিটির নিট প্রফিট ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। তবুও ডিভিডেন্ডের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। তাই তারা কোম্পানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আগামী বছরগুলোতে এই ডিভিডেন্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান।

কোম্পানির চেয়ারপারসন সালমা হক বলেন- কোম্পানির উৎপাদন বাড়ানোর জন্য আমরা নতুন পরিকল্পনা করছি। সেই সাথে কোম্পানির নতুন কারখানা তৈরি করার কথা ভাবছি।

এ সময় এজিএমে উপস্থিত ছিলেন কোম্পানিটির চেয়্যারপারসন সালমা হক, ব্যাবস্থাপনা পরিচালক আবু হাসান খান, পরিচালক কাজী এম সালমান সারোয়ার এবং সাধারণ বিনিয়োগকারীরা।

এসএমজে/২৪/মি

Tagged