এসএমজে ডেস্ক :
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১০ কোম্পানির লেনদেন হয়েছে মোট ১৫ লাখ ৯২ হাজার ৬৭৫টি শেয়ার। যার আর্থিক মূল্য ৭ কোটি ৪০ লাখ ৫ হাজার টাকা।
ব্লকে লেনদেনের শীর্ষে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার। কোম্পানিটির মোট ২ কোটি ৯৫ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে গোল্ডেন হারভেস্ট। কোম্পানির মোট ১ কোটি ৯৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংক লিমিটেডের মোট ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তাছাড়া, ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩ হাজার, কনফিডেন্ট সিমেন্টের ৫ লাখ ৭০ হাজার, ফরচুন সুজ ১৫ লাখ ৫ হাজার, গ্লাক্সোস্মিথ ক্লাইনের ১৩ লাখ ৮৬ হাজার, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ৫৫ হাজার, কুইন সাউথ ৩৩ লাখ এবং ইয়াকিন পলিমার লিমিটেডের ২০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/মি