জিম্বাবুয়ের বিরুদ্ধে ইনিংস ব্যবধানে জয় পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ সময় পর টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই জয়ের জন্য কাটাতে হয়েছে ৪৫০ দিন। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বরের ২ তারিখে এই শেরে বাংলা স্ট্যাডিয়ামেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত একমাত্র টেস্ট চার দিনেই ইনিংস আর ১০৬ রানের ব্যবধানে জিম্বাবুয়ের বিরুদ্ধে জয় পেয়েছে বাংলাদেশ।

দুই উইকেট হারিয়ে গতকালই বিপদে পড়েছিল জিম্বাবুয়ে। আজ মঙ্গলবার সকালে প্রথম আঘাত হানেন তাইজুল ইসলাম। ওপেনার কেভিন কাসুজাকে ১০ রানে ফেরত পাঠান তিনি। এর কিছুক্ষণ পর নিজের তৃতীয় শিকার করেন নাঈম। ১৭ রান করে ফিরে যান বিপজ্জনক ব্রেন্ডন টেইলর। ৪৪ রানে ৪ উইকেট হারায় অতিথিরা। এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সিকান্দার রাজা এবং অধিনায়ক ক্রেইগ আরভিন। মধ্যাহ্ণ বিরতির আগে ৪৩ রান করে দলীয় ১০৪ রানে রান-আউটের শিকার হন আরভিন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। তাইজুলের বলে মুশফিকের তালুবন্দি হন অল-রাউন্ডার সিকান্দার রাজা। এই স্পিনারের তৃতীয় শিকার উইকেটকিপার ব্যাটসম্যান রেগিস চাকাভা। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া নাঈম আজ নিজের চতুর্থ শিকার হয় আইন্সলে এনডিলোভু। ক্যারিয়ারের দ্বিতীয় ৫ উইকেট প্রাপ্তিতে শিকার হয় টিমিসেন মারুমা।  তাইজুলের চতুর্থ শিকারে জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় ১৮৯ রানে। বাংলাদেশ এক ইনিংস আর ১০৬ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয়।

গতকাল দিনের শেষ সেশনে বাংলাদেশের ইনিংস ঘোষণার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে জিম্বাবুয়ে। ইনিংসের দ্বিতীয় বলেই , প্রিন্স মাসভাউরেকে তুলে নেন নাঈম হাসান। পরের বলেই তিনে নামা ডোনাল্ড ট্রিপানো লিটন দাসের গ্লাভসবন্দি হন। তবে সম্ভাবনা জাগিয়েও হ্যাটট্রিক হয়নি নাঈমের। সফরকারীরা তৃতীয় দিন শেষ করে ৫ ওভারে ২ উইকেটে ৯ রান তুলে।

এর আগে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে করা ২৬৫ রানের জবাবে ৬ উইকেটে ৫৬০ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। অধিনায়ক মুমিনুল হক আর মুশফিকুর রহিম চতুর্থ উইকেটে গড়েন ২২২ রানের দারুণ এক জুটি। ১৫৬ বলে ১২ বাউন্ডারিতে ক্যারিয়ারর ৯ম এবং অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক। শেষ পর্যন্ত ২৩৪ বলে ১৪ বাউন্ডারিতে ১৩২ রানের ইনিংস উপহার দেন বাংলাদেশ অধিনায়ক। ৩১৫ বলে ২২ বাউন্ডারিতে মুশফিক হাঁকান ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি। অপরাজিত থাকেন ২০৩* রানে।

এসএমজে/২৪/বা

Tagged