নিজস্ব প্র্রতিবেদক:
প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় বীমা খাতের হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। গতকাল, বুধবার, ২৯ জানুয়ারি হোমল্যান্ড লাইফের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের সঙ্গে আইপিও চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তি স্বাক্ষরিত হওয়ায় হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।
আইপিও চুক্তিতে স্বাক্ষর করেন হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ জুলহাস ও প্রধান নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম তালুকদার এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাহিদ আহমেদ চৌধুরী (এফসিসিএ)।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাহা (এফসিএ)। এছাড়া হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এসএমজে/২৪/বা/মি