লভ্যাংশ বিতরণের সময় জানিয়েছে ২ কোম্পানি

এসএমজে ডেস্ক:

৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণের স্থান, সময় জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানিগুলো হল:- খাদ্য ও আনুষঙ্গিক খাতের এ্যাগরিকালচারাল মার্কেটিং কোম্পানি এবং প্রকৌশল খাতের রংপুর ফাউন্ড্রী লিমিটেড।

আগামী ১৬ জানুয়ারী থেকে ১৮ জনুয়ারী পর্যন্ত সকাল ১০:০০ থেকে বিকেল ৩:৩০ অবধি বিতরণ করা হবে। লভ্যাংশ বিতরণের স্থান: কোম্পানির রেজিস্টার্ড অফিস, প্রান সেন্টার, জিএ ১০৫/১, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২।

তাছাড়া, যে সকল শেয়ারহোল্ডার উপরোক্ত সময়ের মধ্যে লভ্যাংশ নিতে না পারবে তাদেরকে আগামী ১৯ জানুয়ারি, ২০২০ থেকে তাদের নিজ ঠিকানায় মেইল করা হবে। সুত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/রা

Tagged