নতুন সূচক চালু হলো ডিএসই’তে

এসএমজে ডেস্ক:

নতুন সূচক চালু হলো ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) । নতুন এই সূচকের নাম দেওয়া হয়েছে ‘সিএনআই-ডিএসই সিলেক্ট ইনডেক্স’ (সিডিএসইটি)। ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর থেকে এই ইনডেক্সের যাত্রা শুরু হয়েছে। তবে আগামী ১ জানুয়ারি,২০২০  থেকে ডিএসইর ওয়েবসাইটে হোমপেজে ইনডেক্সটি দেখা যাবে। এই ইনডেক্সের বেস তারিখ ৩১ ডিসেম্বর,২০১৫ এবং বেস ভ্যালু ১০০০ পয়েন্ট।

ডিএসই এবং ডিএসইর কৌশলগত বিনিয়োগকারীর (স্ট্র্যাটেজিক ইনভেস্টর) মধ্যে প্রযুক্তিগত সহযোগিতার অংশ হিসেবে এই ইনডেক্স চালু করা হল। ইনডেক্সটির ডিজাইন করেছে শেনজেন সিকিউরিটিজ ইনফমেশন কোম্পানি লিমিটেড ও ঢাকা স্টক এক্সচেঞ্জ।

এসএমজে/২৪/এম এইচ

Tagged