পুঁজিবাজারের জন্য তহবিল গঠন: সুশাসনও প্রয়োজন

বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সক্ষমতা বাড়াতে একটি তহবিল গঠন ও বাস্তবায়নের প্রক্রিয়া চালাচ্ছে অর্থমন্ত্রণালয়। এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। একের পর ধসের কারণে বর্তমান পুঁজিবাজার মুমূর্ষু অবস্থায় পৌঁছেছে। একে পতন থেকে টেনে তোলাই এখন এক নম্বর কর্তব্য। তবে এর পাশাপাশি গুরুত্ব আরোপ করা প্রয়োজন পুঁজিবাজারে সুশাসনের ওপর। না হলে অবস্থা হবে- ‘রাজা আসে, রাজা যায়’এর মতো টাকা আসে টাকা যায়’। এতে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না।

সুশাসন প্রতিষ্ঠা হলে কেবল পুঁজিবাজারের সূচকই বাড়বে না, বাজার সংগঠিত হবে। এর সক্ষমতা বাড়বে। মানুষ আস্থা নিয়ে বিনিয়োগ করবে। নিঃষ্প্রাণ বাজার প্রাণ ফিরে পাবে। অন্যদিকে অনিয়মকারী কারসাজিচক্র লেজ গুটিয়ে নেবে। বাজার নিয়ে মানুষের মধ্যে যে ভয়, আতঙ্ক রয়েছে, তা দূর হয়ে যাবে। তবে সুশাসনের কাজটি খুব সহজ বিষয় নয়। বরং তহবিল দেয়াটা সহজ। নীতিনির্ধারকরা সিদ্ধান্ত নিলেই তহবিল অনুমোদন হয়। কিন্তু অতিতে দেখা গেছে, অনেক সিদ্ধান্তের পরও বাজারে সুশাসন সম্ভব হয়নি। এ ক্ষেত্রে খোল-নলচে বদলে ফেলা প্রয়োজন। কারণ যারা সুশাসন প্রতিষ্ঠা করবে তাদের মধ্যে যদি গলদ থাকে তাহলে এটি সম্ভব নয়। তাই সমস্যার গোড়ায় হাত দেয়া জরুরি। তবেই পুঁজিবাজারের উন্নয়নের চাকা ঘুরানো সম্ভব।

Tagged