অনুমোদন পেল দুই কোম্পানির ২০ শতাংশ ডিভিডেন্ড

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারে তালিকাভূক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের এ্যাপেক্স ফুডস এবং বস্ত্র খাতের কোম্পানি এ্যাপেক্স স্পিনিং এবছর ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা। আজ (বৃহস্পতিবার) ১২ ডিসেম্বর রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশোনাল হলে এ্যাপেক্স স্পিনিং লিমিটেডের ২৮তম এবং এ্যাপেক্স ফুডস লিমিটেডের ৪০ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ ডিভিডেন্ড অনুমোদন পায়।

বিনিয়োগকারী ইকবাল হোসেন বলেন- ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ায় আমরা আনন্দিত কোম্পানির টার্নওভার কমেছে কিন্তু ইপিএস বাড়ায় আমরা খুশি। তবে আগামীতেও ধারা বজায় থাকবে বলে তিনি আশা করেন।

এজিএমগুলোয় উপস্থিত ছিলেন কোম্পানিটির চেয়্যারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক এবং সাধারণ বিনিয়োগকারীরা।

এসএমজে/২৪/মি্

Tagged