আজ দুপুরের পর থেকে ডিএসইর ওয়েব সাইট স্বাভাবিক

এসএমজে ডেস্ক:

আবারো যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েব সাইটে আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রবেশ করা যাচ্ছিল না। দুপুর ১২.২৫ মিনিটে পুনরায় ওয়েব সাইটটি সচল হয়।

এর আগে গতকাল সোমবার সকালেও ডিএসইর ওয়েবসাইটে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় সোয়া ১ ঘণ্টা পর লেনদেনের তথ্য হালনাগাদ শুরু হয়। সেদিন সকাল ১০টা ৫৬ মিনিট থেকে ডিএসইতে লেনদেনের তথ্য বন্ধ হয়ে যায়। প্রায় ১ ঘণ্টা ১৮ মিনিট পর অর্থাৎ দুপুর ১২টা ১৪ মিনিট থেকে ডিএসইতে তথ্য হালনাগাদ শুরু হয়। একই দিনে এই সমস্যা আরো দুবার হয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর পক্ষ থেকে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে।

এসএমজে/২৪/রা