এসোসিয়েটেড অক্সিজেনের আইপিও অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করার জন্য এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডকে অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত বিএসইসির ৭৩২তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে তথ্য জানা যায়।

সূত্র মতে, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে বাজারে কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। আর এর মাধ্যমে ইস্যুর মাধ্যমে বাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। পুঁজিবাজার থেকে সংগ্রহ করা অর্থ দিয়ে কোম্পানির মজুদ ছাউনি, প্লান্ট সেড নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ আইপিও খরচ মেটানো হবে।

গত ২০১৮১৯ অর্থবছরে এসোসিয়েটেড অক্সিজেনের ভারিত গড় শেয়ার প্রতি আয় (Weighted Average EPS) ছিল টাকা ৫১ পয়সা।

গত ৩০ জুন, ২০১৯ তারিখে পুনর্মুল্যায়ন ব্যাতিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৩৭ পয়সা।

এসএমজে২৪/কা

Tagged