সার্কিট ব্রেকার ছুঁয়েছে তিন কোম্পানি

এসএমজে ডেস্ক:

সপ্তাহের তৃতীয় কার্যদিবস অর্থাৎ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বেড়ে সার্কিট ব্রেকার ছুঁয়েছে তিন কোম্পানির শেয়ার। কোম্পিানিগুলো হলো- ইয়াকিন পলিমার লিমিটেড, সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড, বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, প্রকৌশল খাতের কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের সর্বশেষ ৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ বা ০.৮০ টাকা।

বস্ত্র খাতের কোম্পানি সোনারগাঁ টেক্সটাইল লিমিটেডের শেয়ার সর্বশেষ ২৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ বা ২ টাকা ৬০ পয়সা।

এবং প্রকৌশল খাতের আরেক কোম্পানি বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেডের শেয়ার সর্বশেষ ১৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ বা ১ টাকা ৫০ পয়সা।

এসএমজে/২৪/বা

Tagged