এসএমজে ডেস্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৯ সেপ্টেম্বর রোববার সর্বোচ্চ পরিমাণ শেয়ার লেনদেন হওয়া ২০ কোম্পানির শীর্ষে রয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
এদিন কোম্পানিটির মোট ৭০ লাখ ৯৪ হাজার ৭৮০টি শেয়ার ১ হাজার ১০ বার হাতবদল হয়। যার বাজার মূলধন ৮ কোটি ১১ লাখ ৬৫ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। এর মোট ৪৮ লাখ ৭২ হাজার ১৯টি শেয়ার ৯১০ বার হাতবদল হয়। যার বাজার মূলধন ৩ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। এর মোট ৩২ লাখ ৩৫ হাজার ৪১০ টি শেয়ার ৬০৫ বার হাতবদল হয়। যার বাজার মূলধন ৩ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ব্যাংক এশিয়া লিমিটেডের ২৬ লাখ ৩১ হাজার ৫৮২, ফরচুন সুজ লিমিটেডের ২৪ লাখ ২০ হাজার ৭৯৪, সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের ২৩ লাখ ৩৮ হাজার ৫৫২, ফিডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৯ লাখ ১৯ হাজার ১৯০,সিটি ব্যাংক লিমিটেডের ১৯ লাখ ৫ হাজার ৬৭৮, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ১৭ লাখ ৭৯ হাজার ৬৬১, প্রভাতী ইন্সুরেন্স কোম্পানির ১৭ লাখ ৪৯ হাজার ৭২০, লংকাবাংলা ফিন্যান্স ১৭ লাখ ৩৮ হাজার ৭১৭, রুপালি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৯ লাখ ৬ হাজার ৫৩৩, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের ১৬ লাখ ৫৮ হাজার ৮৬৮, গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৬ লাখ ৪৭ হাজার ২০৮, এফএএস ফ্যাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৬ লাখ ৪৫ হাজার ৮১০, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৬ লাখ ৩০ হাজার ৭৪০, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ১৪ লাখ ২৮ হাজার ৮৫৩, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১৪ লাখ ২৭ হাজার ৪৬৮, নুরানী ডাইং এন্ড সোয়েটার লিমিটেডের ১৩ লাখ ৫ হাজার ১৮৯, প্যারামাউন্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১২ লাখ ৫৯ হাজার ২৬৫টি শেয়ার লেনদেন হয়।
এসএমজে/২৪/লি
ব্রেকিং নিউজ :