আইপিও আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করেছে রবি আজিয়াটা

এসএমজে ডেস্ক:

দেশের পুঁজিবাজারের ইতিহাসে সর্ববৃহৎ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের আইপিও আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী ১৭ নভেম্বর। যা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর (বুধবার) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) ৭৪১তম নিয়মিত কমিশনের সভায় এ অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা উত্তোলন করবে।কোনো প্রিমিয়াম ছাড়াই এ শেয়ার পাবে বিনিয়োগকারীরা। এরমধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে নেবে ৩৮৭ কোটি টাকা এবং কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে নেবে ১৩৬ কোটি টাকা।

পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ রবি আজিয়াটার নেটওয়ার্ক সম্প্রসারণ ও আইপিওর ব্যয় নির্বাহে ব্যয় করবে।

কোম্পানির প্রতিটি শেয়ারের সর্বশেষ সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৬৪ পয়সা। আর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। পাঁচ বছরের গড় ইপিএস হয়েছে ১৩ পয়সা।

কোম্পানির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

এসএমজে/২৪/মি

Tagged