এসএমজে পর্যবেক্ষণ || এক নজরে গত সপ্তাহর পুঁজিবাজার: আশি পয়েন্ট পতনে বিনিয়োগকারীরা চরম বিপাকে

কাজল কানন
বিনিয়োগকারীদের হতাশ করে গত সপ্তাহের সূচকের পতন হয়েছে ৮০ পয়েন্ট। সারা সপ্তাহে সূচক কমেছে প্রায় ১০১ পয়েন্ট, বেড়েছে প্রায় ২১ পয়েন্ট। তাই এ চিত্রকে খুবই হতাশার এবং লোক দেখানো বলে মনে করছেন বিনিয়োগকারীরা। সাধারণ বিনিয়োগকারীদের ফাঁদে ফেলার জন্যই কারসাজির মাধ্যমে চার কার্যদিবসের মধ্যে দুই কার্যদিবস সূচক পতনের তুলনায় সামান্য বাড়ানো হয়েছে বলে মনে করেন তারা। এই কারসাজি সাধারণ বিনিয়োগকারীদের ধুঁকে ধুঁকে নিঃস্ব করবে, এমন ধারণা পোষণ করছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে এ ধারা চলতে থাকলে বাজার সাধারণ বিনিয়োগকারীশূন্য হয়ে পড়বে। এদিকে বাজার থেকে কতিপয় কারসাজি চক্রের দুর্বত্তায়ন বন্ধ করা বিনিয়োগকারীদের দীর্ঘ দিনের দাবি ও প্রত্যাশা।

Tagged