বিএসইসিতে দুদকের অভিযান: সময়োচিত পদক্ষেপ

দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিম বিএসইসি থেকে আইপিও অনুমোদন সংক্রান্ত বিষয়ে কোম্পানির আবেদনের তালিকা, তাদের দাখিল করা প্রসপেক্টাস, নিরীক্ষা রিপোর্ট ও প্রয়োজনীয় অন্যান্য ডকুমেন্টস এবং চূড়ান্ত অনুমোদন তালিকা যাচাই করে।

সম্প্রতি আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে এ অভিযান চালানো হয় বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়।

পর্যালোচনায় দেখা যায়, কোম্পানি কর্তৃক দাখিল করা বানোয়াট উপার্জন এবং সম্পদ বিবরণী ও উইন্ডো ড্রেসিংয়ের মাধ্যমে তৈরি করা ব্যালেন্স শিটের বিপরীতে আইপিও অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে অনেকক্ষেত্রে ডিএসইর সুপারিশ ও অবজারভেশন বিবেচনা করা হয়নি। এটি অত্যন্ত গর্হিত কাজ। এর জন শাস্তি হওয়া উচিত।

দুর্বল কোম্পানিগুলোকে অবৈধভাবে অনুমোদন দেওয়ায় শেয়ারবাজারে প্রবেশের অল্পদিনেই তাদেরকে নিম্ন কর্মক্ষমতা কোম্পানি হিসেবে ‘জেড’ ক্যাটাগরিভুক্ত করা হয়েছে। এটি বড় ধরনের প্রতারণা। দায়িত্বশীল অবস্থানে থেকে এই ধরনের কাজ করা খুবই অন্যায্য। এ কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। আমরা বলতে চাই এর জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

Tagged