পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তির বিকল্প নেই

পুঁজিবাজারে মন্দ কোম্পানিকে তালিকাচ্যুত করার বিধান কার্যকর করে ভালো কোম্পানি তালিকাভুক্তিতে উৎসাহিত করতে কর–সুবিধাসহ প্রণোদনার ব্যবস্থা করার ওপর জোর দিতে হবে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে শেয়ারবাজারকে সঠিকবাবে মূল্যায়ন করতে হবে। এটির কোনো বিকল্প নেই। আগে সরকার এমনভাবে বাজার পরিচালনা করেছে, তাদের শেয়ারবাজার গুরুত্ব পেয়েছে বলে মনে হয় না।

এখন এসব বিষয়ে বর্তনাম সরকারকে খেয়ালা রাখতে হবে বলে আমরা মনে করি। কারণ একটি দেশের পুঁজিবাজারকে এড়িয়ে অর্থনীতি সবল করার সুযোগ নেই। এমন ধরনের নজির উন্নতবিশ্বের কোনো দেশে নেই। সব দেশেই অর্থনীতর গুরুত্বপর্ণূ অঙ্গ পুঁজিবাজার। আমাদের দেশেও এমন দৃষ্টিভঙ্গি তৈরি হওয়াটা খুবই জুরুরি বিষয়।

আমরা যদি সঠিক উপায়ে অর্থনীতি দাঁড় করাতে চাই তা হলে পুঁজিবাজারকেও দাঁড় করাতে হবে। এর কোনো বিকল্প নেই। আমাদের দেশে কর্মসংস্থানের ঘাটতি রয়েছে। বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তাই পুঁজিবাজার এ ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভালো কোম্পানি আইপিওর মাধ্যমে পুঁজি সংগ্রহ করে কর্ম সংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে।

Tagged