শেয়ার ব্যবসায়ে কারসাজির মাধ্যমে ৯০ লাখ টাকা মুনাফা করে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও তাঁর মা শিরিন আকতারকে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ২৪ সেপ্টেম্বর এ জরিমানা করে। তবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি কারসাজির বিস্তারিত তথ্য সম্প্রতি প্রকাশ করেছে। আমরা দীর্ঘ দিন ধরে লিখে আসছি, এ ধরনের জরিমানা খুব একটা কার্যকর কিছু নয়। কারসাজি করে যে পরিমাণ মুনাফা করা হয়, তার দ্বিগুন জরিমানা করা হোক। না হলে এটি খুব একটা সুবিধার কিছু হবে না।
আরও একটি বিষয় আমরা বলে আসছি, শুধু জরিমানা নয়, জেল দেওয়ার ব্যবস্থা নিতে হবে। এ ধরনের দুয়েকটা নজির তৈরি হলে সাফল্য আসবে বলে আশা করা যায়। কারণ যারা কারাসাজি করেন তারা রাঘব বোয়াল। সামান্য জরিমানা দিয়ে তাদের কিছুই হবে না। ফলে এতে বাস্তব কোনো পরিস্থিতি তৈরি হবে, এটি ভাবা যায় না।
এছাড়া মানসিকতারও পরিবর্তন দরকার। পুঁজিবাজারকে লোপাটের বাজার হিসেবে চিন্তা করা বাদ দিতে হবে। এখানে অনেক টাকার খনি আছে, এমন মানসিকতা পরিহার করাটাও জরুরি।