পুঁজিবাজারে বেশ কিছুদিন ধরে চলছে মন্দাভাব। বাজারের এ অবস্থার মধ্যেও মাত্র তিন মাসে তিন গুণের বেশি বেড়েছে কক্সবাজারের রয়েল টিউলিপ হোটেলের মালিকানা প্রতিষ্ঠান সি পার্ল বিচ রিসোর্টের শেয়ারের দাম।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির শেয়ার যখন দিনের পর দিন সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে আটকে আছে, তখন একটানা বেড়েই চলেছে সি পার্ল রিসোর্টের শেয়ারের দাম। টানা উত্থানের ফলে কোম্পানিটির শেয়ারের দাম তালিকাভুক্তির পর সর্বোচ্চ পর্যায়ে উঠে গেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ টাকা ৪০ পয়সায়।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ২৩ আগস্টে কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৫৮ টাকা। গত মঙ্গলবার দিন শেষে তা বেড়ে তিন গুণ হয়ে গেছে। সি পার্ল রিসোর্টের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি শুরু হয় মূলত গত সেপ্টেম্বর থেকে।
এরপর কয়েক দিন বাদ দিলে একটানা বেড়েছে কোম্পানিটির শেয়ারের দাম। এ মূল্যবৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন বাজার–সংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, এভাবে কোম্পানিটির শেয়ারের দাম বাড়লেও নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে তদন্তের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এ কারণে কারসাজিকারীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন।
অক্টোবর থেকে টানা দাম বাড়তে শুরু করলেও এর পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য ছিল না। ১২ অক্টোবরে এসে কোম্পানিটি গত জুনে সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এর আগেই কোম্পানিটির শেয়ারের দাম দ্বিগুণেরও বেশি বেড়ে ১৫০ টাকার কাছাকাছি পৌঁছে যায়।
এরপর ১৩ অক্টোবর এসে কোম্পানিটি গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে কোম্পানিটি জানায়, উল্লিখিত প্রান্তিকে তাদের মুনাফায় বড় ধরনের উল্লম্ফন হয়েছে। তাতে আরেক দফা বাড়তে শুরু করে কোম্পানিটির শেয়ারের দাম।
ডিএসইতে মঙ্গলবার কোম্পানিটির শেয়ার লেনদেনের দিক থেকে শীর্ষ ছয়ে উঠে আসে। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ১২ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। আর দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ বা ৮ টাকা ৩০ পয়সা।
বিএসইসির পক্ষ থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হলে কোম্পানিটির শেয়ারের বড় ধরনের কারসাজির প্রমাণ মিলবে, এমন ধারণা বিশ্লেষকদের। আরও আগে এ উদ্যোগ নেওয়া দরকার ছিল। তাহলে দামের উল্লম্ফন দেখে সাধারণ বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ারে খুব বেশি আকৃষ্ট হতেন না। এখন প্রশ্ন হচ্ছে এই মন্দাবাজারে কারসাজিচক্রের এতো আধিপত্য কেনো?