দেশের পুঁজিবাজারে টানা দরপতন হচ্ছে। কী কারণে এই দরপতন, এর কোনো সঠিক বিশ্লেষণ পাওয়া যাচ্ছে না। এমন ধরনের পরিস্থিতি পুঁজিবাজারে ঘুরে ফিরে আসে। এ কারণে সূচক টেনে তুলতেই একটা বড় সময় পার হয়ে যায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (বিএসইসি) সংশ্লিষ্ট সংস্থাগুলোর। ফলে বাজারের গুণগত পরিবর্তনের বিষটি থেকে যায় অবহেলিত।
একটি আন্তর্জাতিক মানের পুঁজিবাজার গড়ে তোলার জন্য যে ধরনের ব্যবস্থা দরকার, সেটি এখানে নেই। কিছু দিন পর পর সূচকে ধস নামে। আর এই ধস থেকে বাজারকে টেনে তুলতেই ব্যস্ত থাকতে হয় সংশ্লিষ্টদের। এ কারণে অন্য বিয়ষগুলো উপেক্ষিত হয় বছরের পর বছর। পৃথিবীর কোনো দেশের পুঁজিবাজার এভাবে চলে কি না জানা নেই।
পুঁজিবাজারে গুণগত পরিবর্তন না হলে এই ধরনের চিত্র কিছু দিন পর পর ফিরে আসবে। এর থেকে রেহাই পাওয়া সম্ভব নয়। কারণ অনিয়ম জিইয়ে রেখে পুঁজিবাজারে পরিবর্তন আসবে না। আর সেটি না হলে সূচক নিয়ে টানাটানি করে কোনো ফল পাওয়া যাবে না। তাই সংশ্লিষ্টদের এখন এ বিষয়ে সজাগ হওয়া প্রয়োজন।