আগে প্রয়োজন স্বাভাবিক পুঁজিবাজারের নিশ্চয়তা

পুঁজিবাজার নিয়ে যত ধরনের উন্নয়ন পরিকল্পনাই হোক, আগে দরকার স্বাভাবিক বাজারের নিশ্চিয়তা। বাজারে যদি কারসাজি থাকে কিংবা প্রভাবিত করার সুযোগ থাকে তাহলে পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। এ কারণে প্রভাবমুক্ত, কারসাজিমুক্ত স্বাভাবিক পুঁজিবাজার নিশ্চিত করা প্রয়োজন।

সকারের নীতিসহায়তা নিয়ে বর্তমান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউপিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। নানামুখি পরিকল্পনা করছে। কিন্তু বাজার স্বাভাবিক হয়েছে, এমনটা বলা যাবে না। কারণ এখনও অনেক দূর বাকি। বিশেষ করে গুণগত পরিবর্তন আনতে হলে শুধু বিএসইসি নয় সংশ্লিষ্ট সব সংস্থায় পরিবর্তন আনতে হবে। এসব জায়গায় যারা রয়েছেন, তাদের যোগ্যতা, সততা, আন্তরিকতা থাকতে হবে। এছাড়াও বর্তমানে প্রচলিত বেশ কিছু নিয়মেরও পরিবর্তন আনা জরুরি। একই সঙ্গে অনিয়ম দূর করে সুশাসন প্রতিষ্ঠা করাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে আইনি সক্ষমতা থাকা প্রয়োজন। যেসব বিধি-নিষেধ রয়েছে সেগুলো কতটা সময় উপযোগী তা বিবেচনা করে ব্যবস্থা নিতে হবে। যাতে কোনো ধরনের ফাঁকফোকড় না থাকে তেমন একটি ব্যবস্থাপনা দাঁড় করাতে হবে। এক্ষেত্রে উন্নতবিশ্বের পুঁজিবাজারগুলোর অভিজ্ঞতা আমাদের সহায়তা করতে পারে।

Tagged