পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির ৫৩ কোম্পানি নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা তিন শ্রেণিতে বিভাজন করে কোম্পানিগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে- এমন খবর গণমাধমের বরাতে জানা যায়।
প্রথমত, যেগুলোর অস্তিত্ব নেই বা বছরের পর বছর বন্ধ বা কোনোভাবেই চালুর সম্ভাবনা নেই কিংবা মালিক বা উদ্যোক্তারা পলাতক, তাদের এক শ্রেণিতে রাখা হয়েছে। দ্বিতীয় শ্রেণিতে রয়েছে যেসব মূল মালিকপক্ষ স্বল্প সংখ্যক শেয়ার নিয়ে কোম্পানি নিয়ন্ত্রণ করছে বা ইচ্ছাকৃতভাবে লোকসান দেখিয়ে ফায়দা তুলছে। তৃতীয় শ্রেণিতে রয়েছে ব্যবসায়িক কার্যক্রম চালু থাকা কোম্পানি, যেগুলো ব্যবস্থাপনাগত দুর্বলতায় লোকসান করছে।
আমরা বারবার বলে আসছি, কিছু অসাধু লোকের অতি মুনফার প্রবণতার কারণেই জেড ক্যাটাগরির কোম্পানিগুলো এই পরিণতি। অতীতে এই নিয়ে আমরা বহু ধরনের কথা শুনেছি। এখন দরকার কার্যকর কিছু হওয়া। এ জন্যেআর কালক্ষেপণ নয় দ্রুত পদক্ষেপ নিন। এতে পুঁজিবাজারে নতুন আশার সঞ্চার হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের ক্ষতি যাতে কিছুটা লাঘব হয়ে সেই ব্যবস্থা নিতে হবে।