এসএমজে ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভূক্ত জেড ক্যাটাগরির কোম্পানিগুলোকে তিন শ্রেণিতে ভাগ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) । শ্রেণিগুলো হলো-গ্রিন, ইয়েলো ও রেড। জেড ক্যাটাগরির তালিকায় থাকা ৫৩টি কোম্পানি মধ্যে গ্রিন শ্রেণিতে রয়েছে ১৩টি, ইয়োলো শ্রেণিতে ২২টি এবং রেড শ্রেণিতে ১৮টি।
গ্রিন শ্রেণির ১৩ কোম্পানি: বিএসইসির নতুন নির্দেশনার কারণে জেড থেকে এ ও বি ক্যাটাগরিতে এসেছে ১৩টি কোম্পানি। ইতোমধ্যে ১২টি কোম্পানি এই ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে। এই তালিকায় আরও একটি কোম্পানি যুক্ত হবে। কোম্পানিগুলোর মধ্যে এ ক্যাটাগরিতে আজ থেকে আরও ৬টি কোম্পানি যুক্ত হবে। কোম্পানিগুলো হলো- এবি ব্যাংক, ফু-ওয়াং সিরামিক, হাইডেলবার্গ সিমেন্ট, লিবরা ইনফিউশনস, প্রাইম ইন্স্যুরেন্স ও রেনউইক যজ্ঞেশ্বর।
এছাড়া, বি ক্যাটাগরিতে থাকা বিডি থাই, অ্যাপোলো ইস্পাত, খান ব্রাদার্স পিপি, সাফকো স্পিনিং, সালভো কেমিক্যাল, ইউনিয়ন ক্যাপিটাল ও জাহিনটেক্স লিমিটেডের লেনদেন আজ থেকে এ ক্যাটাগরিতে হবে।
ইয়েলো শ্রেণিতে থাকা ২২ কোম্পানিগুলোর সাথে বসে আলাদা কথা বলছে বিএসইসি। সেইসাথে কোম্পানিগুলোর মধ্যে সুশাসন প্রতিষ্ঠা ও আগামীর ব্যবসায়ীক পরিকল্পনা নিচ্ছে কমিশন। পরিকল্পনা অনুযায়ী কাজ করার নির্দেশনাও দেওয়া হচ্ছে।
ইয়েলো শ্রেণির অন্তর্ভূক্ত কোম্পানিগুলো হলো-শ্যামপুর সুগার, ঝিলবাংলা, আল-হাজ্ব টেক্সটাইল, অ্যারামিট সিমেন্ট, বাংলাদেশ সার্ভিস, বীচ হ্যাচারি, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, ডেল্টা স্পিনার্স, দুলামিয়া কটন, ফারইস্ট ফাইন্যান্স, জেনারেশন নেক্সট, আইসিবি ইসলামী ব্যাংক, ইমাম বাটন, কেয়া কসমেটিকস, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স, সাভার রিফ্যাক্টরিজ, শাইনপুকুর সিরামিকস, সানলাইফ ইন্স্যুরেন্স, তাল্লু স্পিনিং এবং উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড।
অবশিষ্ট ১৮ কোম্পানি রেড শ্রেণির আওতাভূক্ত থাকবে।
সূত্র: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)
এসএমজে/২৪/মি