এসএমজে ডেস্ক:
সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ২৭ কোম্পানির মোট ১৯ লাখ ৭৩ হাজার ৯০২টি শেয়ারের লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০ কোটি ৬৬ লাখ ৪৫ হাজার টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে কেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানির মোট ৭ কোটি ৪২ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা । কোম্পানির মোট ৪ কোটি ৯৩ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা এসকে ট্রিমস লিমিটেড ১ কোটি ৫৬ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের বিবরণ-
কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ | কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ |
বেক্সিমকো ফার্মা | মোট ৭ কোটি ৪২ লাখ ৬৯ হাজার | রিপাবলিক ইন্স্যুরেন্স | ১৬ লাখ ৮৭ হাজার |
স্কয়ার ফার্মা | ৪ কোটি ৯৩ লাখ ১৮ হাজার | সী পার্ল বীচ রিসোর্ট | ১৬ লাখ ১৯ হাজার |
এসকে ট্রিমস | ১ কোটি ৫৬ লাখ ৯১ হাজার | ওরিয়ন ফার্মা | ১৩ লাখ ৮ হাজার |
রেনেটা | ১ কোটি ৮৯ লাখ | গ্লোবাল ইন্স্যুরেন্স | ১২ লাখ ৫০ হাজার |
গ্রামীনফোন | ৯৫ লাখ ১৪ হাজার | রেকিট বেনকিজার | ১১ লাখ ৫৯ হাজার |
সিঙ্গার বিডি | ৮৬ লাখ ২৩ হাজার | কেডিএস এক্সেসরিজ | ১১ লাখ ১৮ হাজার |
ব্র্যাক ব্যাংক | ৫৭ লাখ ৪১ হাজার | ট্রাস্টবি১এফএম | ৮ লাখ ৯৬ হাজার |
ইউনাইটেড পাওয়ার জেনারেশন | ৫০ লাখ ২৪ হাজার | এক্সপ্রেস ইন্স্যুরেন্স | ৮ লাখ ৭ হাজার |
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স | ৩৩ লাখ ১১ হাজার | ইয়াকিন পলিমার | ৬ লাখ ৮ হাজার |
মুন্নো সিরামিক | ২৭ লাখ ৯২ হাজার | ডেফোডিল কম্পিউটার | ৬ লাখ ৮ হাজার |
মেরিকো | ২৬ লাখ ৭৯ হাজার | কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স | ৬ লাখ ৫ হাজার |
গ্লাক্সোস্মিথ ক্লাইন | ২৩ লাখ ৬৪ হাজার | প্রিমিয়ার ব্যাংক | ৫ লাখ ৯০ হাজার |
পাইওনিয়ার ইন্স্যুরেন্স | ২২ লাখ ৭৮ হাজার | ফাইন ফুডস | ৫ লাখ ৪৪ হাজার |
এমএল ডাইং | ২০ লাখ ৮০ হাজার |
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/ঝি