হাত পরিষ্কারে জীবাণুনাশক বাজারে আনলো ম্যারিকো

এসএমজে ডেস্ক:

দিন দিন মাহামারিতে রূপান্তর হচ্ছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)। ঝুকিমুক্ত থাকতে পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর জোর দিচ্ছে মানুষ। তাই বাড়ছে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশের চাহিদা। সর্বসাধারণের এই চাহিদা মেটাতে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ বাজারে এনেছে বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি আগামী ছয় মাস শূন্য মুনাফায় এ দুটি পণ্য বাজারে বিক্রি করবে।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ সময়ে পণ্য দুটি উৎপাদন ও মুনাফা ছাড়া বাজারজাতের উদ্যোগ নিয়েছে। গতকাল,  বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ম্যারিকো বাংলাদেশ।

 বিজ্ঞপ্তিতে বলা হয়, মেডিকার সেইফ লাইফ ব্র্যান্ড নামে হ্যান্ডি স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ দুটি বাজারে পাওয়া যাবে।

পণ্য দুটি বাজারজাতের বিষয়ে ম্যারিকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আশীষ গোপাল বলেন, একটি দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে করোনার এ সংকটকালীন সময়ে আমরা জীবাণুনাশক এ দুটি পণ্য বাজারে এনেছি। এগুলো বিক্রি করা হবে শূন্য মুনাফায়। তারপরও পণ্য দুটি বিক্রি থেকে কোনো মুনাফা আসলে তা প্রধানমন্ত্রীর তহবিলে দান করা হবে।

এসএমজে/২৪/বা

Tagged