বন্ধ-লোকসানি কোম্পানির লাগামহীন দর: কিছুই করার নেই নিয়ন্ত্রক সংস্থার?
দীর্ঘ আড়াই বছর ধরে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিংয়ের উৎপাদন কার্যক্রম বন্ধ। ২০১৯ ও ২০২০ সালের এজিএম করেনি। ফলে এ বছরের এজিএম করাও অনিশ্চিত। বর্তমানে কোম্পানিটির ব্যয় আছে, বিপরীত নেই কোনো আয়। স্বভাবতই এ কোম্পানি চলছে লোকসানে। অথচ গত সাড়ে তিন মাসে দর বেড়ে সোয়া তিনগুণে উন্নীত হয়েছে এ কোম্পানির শেয়ারদর। এমন সংবাদ গণমাধ্যমে […]
বিস্তারিত