৯৫% শেয়ারের দরপতনে ৭ বছর আগের অবস্থানে ডিএসইর সূচক

নিজস্ব প্রতিবেদক:

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রায় ৯৫ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এর প্রভাব ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬৯ পয়েন্টে। যা গত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন।

এর আগে ২০১৩ সালের ৩ নভেম্বর ডিএসইএক্স সূচকের অবস্থান ছিল ৩ হাজার ৯৯৩.৩৩ পয়েন্ট।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইএস সূচক ৩১ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯২৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৮ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৩৩ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৩ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকা। গত বৃহস্পতিবারে লেনদেন হয়েছিল ৪০৯ কোটি ৪২ লাখ ২৭ হাজার টাকা। অর্থাৎ লেনদেন কমেছে ৩৫ কোটি ৭২ লাখ ৯২ হাজার টাকা।

আজ মোট ৩৫৫টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ১০টির, কমেছে ৩৩৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৭টির। সূত্র: ঢাক স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এসএমজে/২৪/বা

Tagged