এসএমজে ডেস্ক:
৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ৬ কোম্পানি ও ২ মিউচ্যুয়াল ফান্ড। কোম্পানিগুলোর হলো: জেনেক্স ইনফোসিস, ইনভেসমেন্ট কর্পোরেশন আব বাংলাদেশ, প্রিমিয়ার সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, আজিজ পাইপ লিমিটেড এবং মিউচ্যুয়াল ফান্ডদুটি হলো- এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও সাউথ ইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। সূত্র: ঢাকা স্টক এক্সডেঞ্জ (ডিএসই)
ছকের মাধ্যমে প্রান্তিকের বিবরণ দেওয়া হলো:
| কোম্পানির নাম | ইপিএস | এনএভি | এনওসিএফপিএস | |||
| ২০১৯ | ২০১৮ | ২০১৯ | ২০১৮ | ২০১৯ | ২০১৮ | |
| জেনেক্স ইনফোসিস | ২.৯০ | ০.৮১ | ১৬.১৭ | ১৬.৭০ | ১.৪২ | ১.৩১ |
| আইসিবি | ০.২১ | ০.২০ | ১২.৪৩ | ৪০.৫২ | ৩.৪১ | ৩.৯৮ |
| প্রিমিয়ার সিমেন্ট | ০.৭৫ | ০.৭০ | ৪৮.৩৫ | ৪৮.১৯ | ১.৭৩ | ১.৭৬ |
| বিএসআরএম | ০.৫১ | ১.০৪ | ৯৭.৫৪ | ৯৭.৪৬ | ৫.৫১ | ৪.৭৪ |
| বিএসআরএম ষ্টীল | ০.০৭ | ০.৮৮ | ৫৫.৩১ | ৫৫.৫৮ | ৪.৪৪ | ৫.৮৬ |
| আজিজ পাইপস | ০.০১ | ০.১৮ | ১৭.২৩ | ১৬.৭৪ | ৭.২২ | ১২.৪৮ |
| এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড | ০.২১ | ০.১১ | ১২.৬০ | ১৫.১৮ | ০.৫৩ | ০.৫১ |
| সাউথ ইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড | ০.২২ | ০.০৯ | ১১.৭৮ | ১৪.১৭ | ০.৫২ | ০.৪৮ |
এসএমজে/২৪/মি
