৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে এনসিসি ব্যাংক

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত রোববার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এনসিসি ব্যাংকের ইস্যুকৃত বন্ডগুলো হবে পারপেচ্যুয়াল বন্ড। বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী এডিশনাল টিয়ার-১ (এটি-১) মূলধনের মাধ্যমে ব্যাংকের ব্যাসেল-৩ কে সহায়তা করার জন্য এই টাকা সংগ্রহ করবে।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতির পর এনসিসি ব্যাংক এই বন্ড ইস্যু করতে পারবে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/বা