সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ না করা কোম্পানিগুলোতে আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে নতুন পরিচালনা পর্ষদ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়।
জানা যায়, বর্তমানে ২৯টি কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার নেই। এর মধ্যে ৯টি কোম্পানিতে ন্যূনতম ৩০ শতাংশ হতে কিছু শেয়ার বাকি আছে। তারা সময়ে চেয়ে আবেদন করেছে। নির্ধারিত অল্প সময়ের মধ্যে তারা কোটা পূরণ করবে। আর বাকি ২০টি কোস্পানির শেয়ার ধারণ করতে অন্তত ৩ থেকে ২৯ শতাংশ শেয়ার কিনতে হবে। ফলে এই ২০ কোম্পানিতে আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে বোর্ড পুনঃগঠনের নির্দশ দেয়া হয়েছে।
এই সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার সময় দিয়েছে বিএসইসি। তারপরও শেয়ার ধারণে ব্যর্থ হয়েছেন ওইসব কোম্পানির পরিচালকরা। তারা শেয়ার বিক্রি করে দিয়ে নিজেরা অর্থ হাতিয়ে নিয়েছেন। এতে বাজারের পতন ত্বরান্বিত হয়েছে। এখন বিএসইসির উচিত কঠোর পদক্ষেপ নেওয়া। তাহলে এই প্রবণতা কমবে বলে আশা করা যায়।